মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি
মানুষ পেতে পারেনা
ও বন্ধু ।।
মানুষ মানুষকে পণ্য করে
মানুষ মানুষকে জীবিকা করে
পুরনো ইতিহাস ফিরে এলে
লজ্জা কি তুমি পাবেনা
ও বন্ধু ।।
বলো কি তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী
পার হয় তোমাকে ধরে
দুর্বল মানুষ যদি ।
মানুষ যদি সে না হয় মানুষ
দানব কখনো হয়না মানুষ
সেই দানব কখনো বা হয় মানুষ
লজ্জা কি তুমি পাবেনা
ও বন্ধু ।।
Bhupen Hazarika (
( ভূপেন হাজারিকা )
manush manusher jonno
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন