শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫

হোক কলরব


কন্ঠঃ অর্ণব
কথাঃ রাজীব আশরাফ
সুরঃ অর্ণব


হোক কলরব ফুলগুলো সব
লাল না হয়ে নীল হলো ক্যান
অসম্ভবে কখন কবে
মেঘের সাথে মিল হলো ক্যান
হোক অযথা এসব কথা
তাল না হয়ে তিল হলো ক্যান
কুয়োর তলে ভীষণ জলে
খাল না হয়ে ঝিল হলো ক্যান
ধুত্তরি ছাই মাছগুলো তাই
ফুল না হয়ে চিল হলো ক্যান
হোক কলরব ফুলগুলো সব

লাল না হয়ে নীল হলো ক্যান

houk kolorob

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন