কুমার বিশ্বজিত
আমার চোখের দেখা ভুল হলো
তোমার মনটা জানার পরে
তোমার বাইরে থেকে যায়নি বোঝা
বিষ আছে অন্তরে
মুখটি তোমার পূর্ণিমার চাঁদ
মনটা অমাবস্যা
আজকে যদি রোদ্র থাকে
কালকে দেখি বর্ষা
তুমি কেমনতরো মানুষ রে
আমি হাড়ে হাড়ে বুঝি রে
বাইরে থেকে যায়নি বোঝা
বিষ আছে অন্তরে
মিষ্টি কথার অন্তরালে
ধ্বংস করার মন্ত্র
কিভাবে যে মন ভাঙা যায়
করছে (?) ষড়যন্ত্র
তোমায় না চেনার এ মাশুল যে
আমি দেব এ জীবন ভরে
বাইরে থেকে যায়নি বোঝা
বিষ আছে অন্তরে
আমার চোখের দেখা ভুল হলো
তোমার মনটা জানার পরে
তোমার বাইরে থেকে যায়নি বোঝা
বিষ আছে অন্তরে
মুখটি তোমার পূর্ণিমার চাঁদ
মনটা অমাবস্যা
আজকে যদি রোদ্র থাকে
কালকে দেখি বর্ষা
তুমি কেমনতরো মানুষ রে
আমি হাড়ে হাড়ে বুঝি রে
বাইরে থেকে যায়নি বোঝা
বিষ আছে অন্তরে
মিষ্টি কথার অন্তরালে
ধ্বংস করার মন্ত্র
কিভাবে যে মন ভাঙা যায়
করছে (?) ষড়যন্ত্র
তোমায় না চেনার এ মাশুল যে
আমি দেব এ জীবন ভরে
বাইরে থেকে যায়নি বোঝা
বিষ আছে অন্তরে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন