শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

রং নাম্বার


শিল্পীঃ আদনান বাবু
অ্যালবামঃ রং নাম্বার
সুরকারঃ টিটু হায়দার
গীতিকারঃ কাজী ফারুক বাবুল

রং নাম্বার টেলিফোনে
নাম না জানা কে বললো হ্যালো
মন দেয়া নেয়া শত কথার মাঝে
লাইনটা হঠাৎ কেটে গেলো
হ্যালো হ্যালো হ্যালো
লাইনটা কেটে গেলো

সঙ্গী ভেবে তারে আমি
দিয়েছি নিজের ঠিকানা
বলি বলি করে সময় যে গেলো
আর কিছু জানা হলো না
মন ভুলানো তার মিষ্টি কথায়
মনটা শেষে দিতে হলো
হ্যালো হ্যালো হ্যালো
লাইনটা কেটে গেলো

সেই থেকে আজো বন্ধু আমার
মনের খবর নিলো না
দিনে রাতে তারে স্বপ্নেতে দেখি
কোনো কাজে মন বসে না
প্রথম প্রেমের নেশা জাগিয়ে মনে
কোথায় সে হারিয়ে গেলো
হ্যালো হ্যালো হ্যালো
লাইনটা কেটে গেলো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন