শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

বন্যেরা বনে রয় তুমি এ বুকে

ব্যান্ড :: নিউ ইভস
অ্যালবামঃ ভাংচুর প্রেম
সুরকারঃ নাসির
গীতিকারঃ মিঠু


বন্যেরা বনে রয় তুমি এ বুকে
তুমি সুখী হবে আমার সুখে
তোমারই জন্য শুধু আমারই জন্য
চিরন্তন এ কথা সত্য রবে

সুর্যটা ভালোবাসে অই চাদকে
নিজের আলো দিয়ে সাজায় তাকে
কিংবদন্তী হয়ে আকাশেই নয়
তার চেয়ে সুন্দর তুমি বিস্ময়

ঝরণা ছন্দ খোজে তোমার ই চলায়
ঝিনুক মুক্তা গড়ে পিদিম পোহায়
এই সময় যে অধর আমার
তোমার অধরে মেলাতে চায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন