সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

আমার চোখের জলের মাঝে



চিত্রা সিং


আমার চোখের জলের মাঝে
তোমার স্বপ্ন কমল আছে
তুমি জানো কি তা।।

দেখবো কি করে তারে
নিরব অহংকারে আমার গহন মনে
সে যে গান হয়ে বাজে।
তুমি জানো কি তা।।

কেন তুমি কাছে এলে
এত আশা দিয়ে গেলে
কোথায় রেখেছি তারে
বুঝে তুমি বোঝে না যে।
তুমি জানো কি তা।।

amar chokher joler majhe

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন