শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

আবার দেখা হবে


শিল্পীঃ খালিদ
অ্যালবামঃ ক্ষমা
সুরকারঃ প্রিন্স মাহমুদ
গীতিকারঃ প্রিন্স মাহমুদ

বোঝাতে কি পেরেছি তোমাকে যে তা
বিরহে নিহিত সেই শোক বারতা
যখন আমি থাকব না তোমার কাছে
আমায় পাবে গীতিকবিতা মাঝে
যাবার বেলায় শুধু সান্তনা নয় কান্না
আবার দেখা হবে এখনি শেষ দেখা নয়
আবার কথা হবে এখনি শেষ কথা নয়

অশ্রু মুছে তুমি তাকাবে
মনকে আলোকিত করবে
তোমার অশ্রু আমায় দূর্বল করে দেয়।

হৃদয়ের না বলা কথা
সে আমার না লেখা বারতা
মেঘকে দূত করে পাঠাব কখনো তোমায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন