কে
তুমি
বলো
কি কারণে মনটারে দিলে না
কি দোষে করেছ দোষী
হারিয়েও তুমি ফিরে এলে না
কি কারণে মনটারে দিলে না
কি দোষে করেছ দোষী
হারিয়েও তুমি ফিরে এলে না
কি
কারণে
হৃদয়
জুড়ে
মনের আঁধারে আলো জ্বেলেছিলে
কেনইবা ও দুটি চোখে
মিলন সোহাগের বঁধু এঁকেছিলে
স্মৃতি তার কেন মুছে দিলে না
মনের আঁধারে আলো জ্বেলেছিলে
কেনইবা ও দুটি চোখে
মিলন সোহাগের বঁধু এঁকেছিলে
স্মৃতি তার কেন মুছে দিলে না
যে
আশাতে
হাজার
ফুলের
বাসর সাজানো মালা গেঁথেছিলে
সে আশাতে পূর্ণ হলো
ভাগ্যের কাছে তুমি হেরে গেলে
প্রেম তার কেন দেখে নিলে না
বাসর সাজানো মালা গেঁথেছিলে
সে আশাতে পূর্ণ হলো
ভাগ্যের কাছে তুমি হেরে গেলে
প্রেম তার কেন দেখে নিলে না
—————–
কণ্ঠ : ইমতিয়াজ বাবু
কথা : কাজী ফারুক বাবুল
সুর : খায়ের আহমেদ
কণ্ঠ : ইমতিয়াজ বাবু
কথা : কাজী ফারুক বাবুল
সুর : খায়ের আহমেদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন