মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

জননী



আকাশ জুড়ে কি সুন্দর তারা
হীরের অলঙ্কারে রূপলী রূপসী
চাঁদের আলোয় মৃদু ঠান্ডা হাওয়া
গাছের ছায়ায় গভীর মায়া
এই সবই তো সুন্দর
জীবনের আনন্দ
তার থেকেও সুন্দর
আমার মা
মা গো মা মা
এই পৃথিবীর এতো আলো
এতো যে সুন্দর
জীবনের স্পন্দনে
এতো আনন্দ
জেনেছি সেতো শুধু
তোমারই জন্যে
গো মা
সাগরের নীলে প্রশান্তির ছোঁয়া
এলোমেলো ঢেউয়ে দামাল হাওয়া
গাঙচিলের ঘরে ফেরার ডাকে
সূর্য ডোবে সাগরের বুকে
এই সবই তো সুন্দর
জীবনের আনন্দ
তার থেকেও সুন্দর
আমার মা

ব্যান্ডঃ ওয়ারফেজ
এলবামঃ জীবনধারা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন