শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

আমার হৃদয়ে তুমি


ব্যান্ড: আর্ক
অ্যালবামঃ তাজমহল

আমার হৃদয়ে তুমি
আমার ছোয়াত তুমি
আমার চাওয়ায় তুমি
আমার কষ্টে তুমি
তুমি আমার আবেগে মিশে আছো
এই মন টায় তুমি জুড়ে আছো
তুমি সবকিছু নিয়ে গেছো
কখন যে জানিনা

কি যে রবে কি হারাবে
কি যে দেবে কি যে নেবে(২)
এই ভেবে এক রাশ
কালো মেঘ জমে আকাশে
ইচ্ছে করে খুব জোরে কাদি
নীলাকাশ আর খোলা বাতাসে
তবুও

আমার হৃদয়ে তুমি ………..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন