শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬

আমার জীবনের এত খুশি এত হাসি


আমার জীবনের এত খুশি এত হাসি
আজ কোথায় গেল
ফুলের বুকে অলির হাসি
আজ কোথায় গেল

হায় স্বপ্নভরা সেই গান
আজ কেন হল অবসান
সেই দুটি কথা ভালোবাসি
কোথায় গেল আজ কোথায় গেল

এই না পাওয়ার ব্যথা ভরা তিথিতে
মন আমার ভরা আছে স্মৃতিতে
হায় বছর ভরা সেই ফুল
হলো কাঁটার আঘাতে যেন ভুল
সেই মিলন মালার বকুলরাশি
কোথায় গেল আজ কোথায় গেল
————–
হেমন্ত মুখোপাধ্যায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন