শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

বেদনার সবটুকু আমাকে দিয়ে


শিল্পীঃ রবি চৌধুরী

অ্যালবামঃ প্রেম দাও
সুরকারঃ বদরুল আলম বকুল
গীতিকারঃ রবি চৌধুরী




বেদনার সবটুকু আমাকে দিয়ে
সুখ নিয়ে তুমি ফিরে যাও
তুমি সুখে থাকলে আমি সুখে থাকবো
বলব না ভালবাসা দাও।

শয্যায় বসে বসে গুণব মরণের দিন
ভুল কি ভাঙবে না তোমার কোনদিন
জানি, চিরকাল বিমূঢ় হয়ে দুঃখই পেয়ে যাব।

মনের অগোচরে কোন কথা থাকলে বলিও
কোন কলি থাকলে তাকে ফুটতে দিও
ভাবতে অবাক লাগে তুমি বদলে গেছ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন