শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

থাকতে যদি না পাই তোমায়


শিল্পীঃ রুমি
অ্যালবামঃ ক্লোজ-আপ ওয়ান
সুরকারঃ জালাল উদ্দিন খাঁ
গীতিকারঃ জালাল উদ্দিন খাঁ



থাকতে যদি না পাই তোমায়
চাইনা মরিলে
আমায় কাঁদালে
ভাল বাসি বলে রে বন্ধু
আমায় কাঁদালে রে বন্ধু
তাই বুঝি আজ বুক ভেসে যায়
নয়নের জলে
আমায় কাদালে

ভালবাসা করে যে জন
কাঁদিতে হয় অতি গোপন ।।
শুস্ক বৃক্ষের কষ্ট যেমন
পাতা নাই ডালে
আমায় কাঁদাল………

ভালবাসা এমন রীতি
কাঁদিতে হয় দিবা নিশি ।।
তবু আমি মালা গাঁথি
পরেছি গলে
আমায় কাঁদালে

ভালবাসি বলে বন্ধু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন