শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

মা ও বাবা


ব্যান্ড:: সাবকনসাস
অ্যালবামঃ মাটির দেহ

বহুদূরে আজ আমি বসে আছি
আমি একা বসে ভাবি সারাবেলা
তোমাদেরই কথা আজ মনে পড়ে
যখন আমার মনে হয় আমি অসহায় ।
স্নেহ আঁচল ছড়িয়ে দিয়েছ সারাদেহে হৃদয়ে
মমতা আজ পাইনা খুজে অন্তরে ……
মা তুমি কতো আদরের আজ বুঝি
দূরে গিয়ে , দূরে গিয়ে, দূরে গিয়ে আজ আমি
বাবা তুমি কেমন আছো আজ লিখি সবকিছু
স্বপ্ন দেখি তোমরা কাছে আমার।।

যখন আমি ভাবি তোমায় (মা তোমায়)
এ মন কেদে উঠে,
আস্রু ফোঁটা গড়িয়ে পড়ে
চিঠির পাতায়।
এখনও কি তুমি আমায় (বাবা)
বকো মনে মনে ?
সেই স্মৃতি আজ হারাই কাছে
না পেয়ে তোমায়
স্নেহ আঁচল ছড়িয়ে দিয়েছ সারাদেহে হৃদয়ে
মমতা আজ পাইনা খুজে অন্তরে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন