শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬

সবাই বল মা


শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
অ্যালবামঃ প্রতিনিধি
বছরঃ ১৯৭৬

সবাই বল মা
মায়ের দাম কী হয়
পৃথিবীতে মায়ের নেই তুলনা
মাগো তোমার নেই তুলনা

প্রতিরাতে আদর করে ঘুম পারায় কে
কচি মুখে চুমু খেয়ে ঘুম ভাঙ্গায় কে।
সেই মায়েরই বড় হয়ে ভুলে যেয়ো না
না না না ………।।

রুগ্ন শিশুর পাশে বসে প্রহর গুনে কে
ভাল মন্দ কিছু হলে আগে জানে কে।
সে মায়েরই ভুলেও কভু দুঃখ দিও না
না না না……….।।

২টি মন্তব্য: