ঝুন ঝুন ময়না নাচো না তাথৈ তাথৈ নাচো না
বুলবুল পাখি গাও না গুনগুন গুনগুন খাও না
দখিনা গো বহো না শনশন শনশন বহো না
মোর পিয়া ঘরে আজ এসেছে
ও মেঘ বাদল সজল কেন আজ এমনদিন
ও সূরজ ঝলমল করো এখন আজ এমন দিন
ও ঝরনা বহো না ঝিরঝির বহো না রিমঝিম
ও বহো না রিমঝিম
ও ভুলেছি গতদিনের সকল মনো ব্যথা
ও পাগল মন শুনিতে চাহে না কোনও কথা
প্রাণে দিনু কথা আজ ছড়াব যথাতথাও ছড়াব যথাতথা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন