বেবী নাজনীন
আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো মরার কোকিলে
আমায় উদাসী বানাইলো গো মরার কোকিলে
আমায় উদাসী বানাইয়া গেল বসন্তেরই কালে গো। (মরার কোকিলে)
আমার ঘুম ভাঙ্গাইয়া…..।।
মন বোঝে না মরার কোকিল আন্দাজই গান তোলে
ফাগুনেরই আগুন দিয়া মারে তিলে তিলে।
কত কী করে কোকিল নাইচা নাইচা ডালে গো। (মরার কোকিলে)
আমার ঘুম ভাঙ্গাইয়া…..।।
বনের কোকিল মনের কথা কয় না আমায় খুলে
আমারে পাগল করিয়া গাছে আগায় দোলে।
ছাতু ছোলা খায় না কোকিল আদর কইরা দিলে গো। (মরার কিকিলে)
আমার ঘুম ভাঙ্গাইয়া…..।।
আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো মরার কোকিলে
আমায় উদাসী বানাইলো গো মরার কোকিলে
আমায় উদাসী বানাইয়া গেল বসন্তেরই কালে গো। (মরার কোকিলে)
আমার ঘুম ভাঙ্গাইয়া…..।।
মন বোঝে না মরার কোকিল আন্দাজই গান তোলে
ফাগুনেরই আগুন দিয়া মারে তিলে তিলে।
কত কী করে কোকিল নাইচা নাইচা ডালে গো। (মরার কোকিলে)
আমার ঘুম ভাঙ্গাইয়া…..।।
বনের কোকিল মনের কথা কয় না আমায় খুলে
আমারে পাগল করিয়া গাছে আগায় দোলে।
ছাতু ছোলা খায় না কোকিল আদর কইরা দিলে গো। (মরার কিকিলে)
আমার ঘুম ভাঙ্গাইয়া…..।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন