শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

গনতন্ত্র!


শিল্পীঃ হায়দার হোসেন
অ্যালবামঃ না বলা কথা
সুরকারঃ হায়দার হোসেন
গীতিকারঃ হায়দার হোসেন



গনতন্ত্র!
চির অধিকার, অধিকার সচেতন জনতার
জনতা বিভেদ ভুলে যাচাই বাছাই করে গড়বে আপন সরকার।

Government by the people
For the people, of the people।

অধিকার!
নয় কোন পণ্য।
ভোটের বাজারে বেচা হবে সের দরে ক্ষণিকের প্রাপ্তির জন্য

অধিকার আজ জনতার, জনতা আধার ক্ষমতার
নিজের ভাগ্য নিজেই গড়বে, প্রয়োগে ভোটের অধিকার

Government by the people
For the people, of the people।

গনতন্ত্রে অঙ্গিকার
বিরোধী বিরোধ ছেড়ে সরকারী ভুল ধরে
উন্নয়নের হবে অংশীদার, গনতন্ত্র দেয়নি সে অধিকার

অধিকার ক্ষমতার অপব্যবহার
ছলে বলে কৌশলে আসনে আসীন হবে বারবার

Government by the people
For the people, of the people।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন