এইতো আমার প্রথম ভালোবাসা
এইতো প্রথম তোমার কাছে আসা
দুজনার দুটি মন
চিরদিন পাশাপাশি
প্রেমের বাঁধনে বেঁধেছে
মেটেনা আশা
স্মৃতির পাতায় যখনই
ভাবি যে তোমায়
এক এক করে মনে হয়
সবই মিলে যায়
জীবনের সব ব্যথা
নিমিষে ভুলে যাই
শুনলে তোমার মুখের
মধুর ভাষা
মনের ঘরে কখনো
হারালে তোমায়
হৃদয়ে কত বিরহের
ঝড় বয়ে যায়
কি করে বোঝাবো
তোমাকে না পেলে
বিফলে যায় কত
আশা ভরসা
—————
কণ্ঠ : ইমতিয়াজ বাবু
কথা : কাজী ফারুক বাবুল
সুর : খায়ের আহমেদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন