শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

এই মনটারে



এই মনটারে ডানা মেলে দিয়েছি
তার চোখে চোখ রেখে আমি চেয়েছি
আমি তার কিছু পাবো কি না (২)
আমি তা জানিনা, আমি তা বুঝিনা
জানিনা

রাতের ওই আধারেতে
একা একা বসে ভাবি
সময় তো যেনো আর কাটেনা
আমি সুরে সুরে কত গান গেয়েছি
আর এই মন্টাকে আমি দিয়েছি

আমি তার কিছু পাবো কি না (২)
আমি তা জানিনা, আমি তা বুঝিনা
জানিনা

রাতের ওই তারাগুলো
কি জানি কি সেজেছে
তারা যদি ফুল হয় ফুল হোক না
আমি সুরে সুরে কত গান গেয়েছি
আর এই মন্টাকে আমি দিয়েছি

আমি তার কিছু পাবো কি না (২)
আমি তা জানিনা, আমি তা বুঝিনা
জানিনা



ব্যান্ড:: নিউ ইভস
অ্যালবামঃ ভাংচুর প্রেম
সুরকারঃ অপু
গীতিকারঃ অপু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন