কণ্ঠঃ অভিজিৎ বসু
চলচ্চিত্রঃ উত্তরা
পরিচালকঃ বুদ্ধদেব দাশগুপ্ত
চলচ্চিত্রঃ উত্তরা
পরিচালকঃ বুদ্ধদেব দাশগুপ্ত
ফুলগাছটি লাগই
ছিলাম
ধুলা
মাটি
দিয়া
রে,
সে ফুল ফুটিয়া রইলো অগম দইরার মাঝারে।
সে ফুল ফুটিয়া রইলো অগম দইরার মাঝারে।
গাছে
আইল
বড়
আম,
ছ
আনা
সাত
আনা
দাম
বড় আম বড় মিঠা লাগে রে,
বাঁকুড়া বাজারে লাজ লাগে রে।
বড় আম বড় মিঠা লাগে রে,
বাঁকুড়া বাজারে লাজ লাগে রে।
আম
গাছে
আম
নাই,
কুটা
কেন
লাড়
রে
তুমার দেশে আমি নাই আঁখি কেন ঠার রে ?
তুমার দেশে আমি নাই আঁখি কেন ঠার রে ?
কদমতলে
মোহনচূড়া, দাঁড়ায় আছে
নবীন
ছুড়া
ওরে ছুড়া মোদের পাড়ায় যাবি লো
গাঁথে দিব বিনি সুতোর মালা।
ওরে ছুড়া মোদের পাড়ায় যাবি লো
গাঁথে দিব বিনি সুতোর মালা।
সরপে
সরপে
যাব
বাছে
বাছে
টুপা
লিব
সেই টুপায় চালভাজা খাব রে,
সফল জনম আর কি পাব ?
সেই টুপায় চালভাজা খাব রে,
সফল জনম আর কি পাব ?
ফুলগাছটি লাগই
ছিলাম
ধুলা
মাটি
দিয়া
রে,
সে ফুল ফুটিয়া রইলো অগম দইরার মাঝারে।।
Click Here To Hear The Song
ful gach ti lagai chilam
সে ফুল ফুটিয়া রইলো অগম দইরার মাঝারে।।
Click Here To Hear The Song
ful gach ti lagai chilam
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন