সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

ময়ূরকণ্ঠী রাতেরও নীলে

মানবেন্দ্র মুখোপাধ্যায়

ময়ূরকণ্ঠী রাতেরও নীলে

আকাশে তারাদের ঐ মিছিলে

তুমি আমি আজ

চল চলে যাই

শুধু দু’জনে মিলে

হয়তো পাবো না

পথের ঠিকানা

তবু যাব আজ ছাড়িয়ে সীমানা

সাথী যদি হও পাশে থেকে মোর

করিনা ভয় নিখিলে

আকাশ যদি ঢাকে ঘনঘটায়

তারারা মেঘে মেঘে হারিয়ে যায়

যা আছে থাকনা

করি না ভাবনা

আঁধারে কুয়াশায় হারিয়ে যাব না

মনেরও আলোয় চিনে নেব পথ

তুমি ভরসা দিলে

ময়ূরকণ্ঠী রাতেরও নীলে

আকাশে তারাদের ঐ মিছিলে

তুমি আমি আজ

চল চলে যাই

শুধু দু’জনে মিলে

** নজরুল সঙ্গীত এর পাশাপাশি মানবেন্দ্রর প্রথম আধুনিক গানের এ্যলবামের গান এটা । ষাটের দশকে বের হয়েছিলো এই এ্যলবামটা ।  

moyur konthi rater o nile

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন