আহা
কি
সুন্দর
ঐ
দুটি
চোখ
নেশা ভরা ঐ রাঙা দুটি ঠোঁট
রঙ করা চুল লাগছে ভালো
হাতে ক্যাসিও ঘড়িটি কালো
জানিনা কখন এই মনটি
চুরি করেছে সেই মেয়েটি
নেশা ভরা ঐ রাঙা দুটি ঠোঁট
রঙ করা চুল লাগছে ভালো
হাতে ক্যাসিও ঘড়িটি কালো
জানিনা কখন এই মনটি
চুরি করেছে সেই মেয়েটি
ভাবটা
যে
তার
ম্যাডোনার মত
বুকে আগুন যেন জ্বলে
হাতটা হাতে যখনি ধরে
সুখে মধুপে দোলে
মনে ছিল না এই সুখটি
এনে দিয়েছে সেই মেয়েটি
বুকে আগুন যেন জ্বলে
হাতটা হাতে যখনি ধরে
সুখে মধুপে দোলে
মনে ছিল না এই সুখটি
এনে দিয়েছে সেই মেয়েটি
চোখটা
চোখে
যখনই
পড়ে
মনে কত ইচ্ছে জাগে
মুখটা মেলে যখনই হাসে
দেখে কত ভালো লাগে
জানা ছিল না সেই পথটি
চিনায়ে দিল সেই মেয়েটি
মনে কত ইচ্ছে জাগে
মুখটা মেলে যখনই হাসে
দেখে কত ভালো লাগে
জানা ছিল না সেই পথটি
চিনায়ে দিল সেই মেয়েটি
—————–
শিল্পীঃ ইমতিয়াজ বাবু
এ্যালবামঃ তুমি আমার ভালবাসা
কথাঃ কাজী ফারুক বাবলু
সুরঃ খায়ের আহমেদ
শিল্পীঃ ইমতিয়াজ বাবু
এ্যালবামঃ তুমি আমার ভালবাসা
কথাঃ কাজী ফারুক বাবলু
সুরঃ খায়ের আহমেদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন