শিল্পীঃ জুয়েল
অ্যালবামঃ স্মরণীয় জুয়েল ১
সুরকারঃ রকেট
গীতিকারঃ ইকবাল মাহবুব
চলেই যদি যাবে তুমি
তবে এসেছিলে কেন আমার এ অন্তরে।
কেন যে করি শুধু আশা
সবই যে মিছে ভালোবাসা
এত জানে তবু মন
গাঁথে তারই মালা
কিযে চায় পৃথিবী
সুখ নিয়ে ডুব দেয়।।
জানি সে তো কভু আর
আসবেনা ফিরে
হারিয়েছে বহু দুরে
একাকী ফেলে মোরে
তবুও মন খুঁজে হায়
আজো তারই ঠিকানায়।।
colei jodi jabe
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন