শিল্পীঃ কাদেরী কিবরিয়া ও সাবিহা মাহবুব
সুরকারঃ ভি বালসারা
গীতিকারঃ শ্যামল গুপ্ত
যেথা রামধনু উঠে হেসে
আর ফুল ফোটে ভালবেসে
বল তুমি যাবে কি গো সাথে
এই পথ গেছে সেই দেশে।
যেথা সব তিথি মধু তিথি
মধু মাস জেগে থাকে নিতি।
মন যেন প্রজাপতি হয়ে
পাখা মেলে দিয়ে চলে ভেসে।।
যেথা শুধু আলো শুধু আশা
সারাবেলা করে কানাকানি
চিরচেনা হয়ে পাশে থেকে
হয় মনে মনে জানা জানি
যেথা হাতখানি হাতে বাধা
বেনু বীনা একই সুরে সাধা।
তাই যত কথা বলা বাকি
যায় গান হয়ে তার রেশে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন