অঞ্জন দত্ত
যাচ্ছে জমে কত আড্ডাতর্ক
যাচ্ছে ভেঙে কত কত সম্পর্ক
বিগড়ে যাচ্ছে কত দম দেয়া যন্ত্র
এত সব যাচ্ছে কোথায়? '...
যাচ্ছে খুলে আবার ইশকুলগুলো
যাচ্ছে পড়ে মাথার সব চুলগুলো
যাচ্ছে হয়ে বারবার একই ভুলগুলো
এতসব যাচ্ছে কোথায়?
যাচ্ছে সরে মেঘ চাঁদটাকে ছাড়িয়ে
যাচ্ছে সবাই রোজ জঞ্জাল মাড়িয়ে
যাচ্ছে নেশার ঘোরে জিভটা জড়িয়ে
এতসব যাচ্ছে কোথায়?
---------------------------------অসম্পূর্ণ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন