সোমবার, ২০ মার্চ, ২০১৭

আকাশের হাতে আছে একরাশ নীল


শিল্পীঃ আঞ্জুমান আরা বেগম
ছায়াছবি- আয়না ও অবশিষ্ট
সুরকারঃ সত্য সাহা
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার


আকাশের হাতে আছে একরাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকি
তটিনীর বুকে মৃদু ছন্দ।।
আমার এ দু’হাত শুধু রিক্ত
আমার এ দু’চোখ জলে সিক্ত।
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ।
আমার এ দুয়ার হলো বন্ধ
ভেবে তো পাইনি আমি কি হলো আমার
লজ্জা প্রহরী কেন খোলে নাকো দ্বার।
বুঝি না কেমন করে বলব
খেয়ালে কতই ভেসে চলব।
বলি বলি করে তবু বলা হলো না
জানি না কিসে এতো দ্বন্দ্ব।।

 akasher haate ache

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন