শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

যদি বউ সাজগো, আরও সুন্দর লাগবে গো




যদি বউ সাজগো, আরও সুন্দর লাগবে গো
বল বল আরো বল, লাগছে মন্দ না,
জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয়। (২)

কতদিন আমায় ভালবাসবে, মনে রাখবে
ওগো যতদিন চন্দ্র সুর্য থাকবে
যদি ঘর ভাঙ্গা ঝড় আসে, কভু আসে
আমি সেদিনও রইবো তোমার পাশে

বল বল আরো বল, লাগছে মন্দ না,
জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয়। (২)

তুমি নদী হলে আমি হব সাগর,
সেই মহনায় গড়বো মিলন বাসর

তারপর বল কি হবে, কি হবে
না না বলবো না, লজ্জ্যা পাব তবে,

বল বল আরো বল, লাগছে মন্দ না,
জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয়। (২)



Mohammad Khurshid Alam & Runa Layla

Owada Movie

Jodi bou sajo go aro sundor lagbe go -

Click Here To Hear This Song




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন