আমার স্বপ্নলোকে দিশাহারা ।।
ওগো অন্ধকারের অন্তরধন, দাও ঢেকে মোর পরান মন --
আমি চাই নে তপন, চাইনে তারা ।।
যখন সবাই মগন ঘুমের ঘোরে নিয়ো গো, নিয়ো গো,
আমার ঘুম নিয়ো গো হরণ করে ।
একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরের রূপে --
দিয়ো গো, দিয়ো গো,
আমার চোখের জলে দিয়ো সাড়া ।।
Nishith Rater Badol Dhara -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন