মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি

আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
চিরদিন তোমার আকাশ ।।
তোমার বাতাস
আমার প্রানে
ওমা আমার প্রানে বাজায় বাঁশী

ওমা ফাগুনে তোর আমার বনে ঘ্রানে পাগল করে
মরি হায়
হায় রে ওমা
ফাগুনে তোর আমার বনে ঘ্রানে পাগল করে ।
ওমা অগ্রানে তোর ভরা খেতে
কি দেখেছি
আমি কি দেখেছি মধুর হাসি
সোনার বাংলা
আমি তোমায় ভালবভাসি
কি শোভা কি ছায়া গো
কি স্নেহ কি মায়া গো
কি আঁচল বিছায়েছ বটের মুলে
নদীর কূলে কূলে
মা তোর মুখের বানী
আমার কানে লাগে সুধার মতো
মরি হায় , হায় রে মা তোর
মুখের বানী
আমার কানে লাগে সুধার মতো
মা তোর বদন খানি মলিন হলে
আমি নয়ন
ওমা আমি নয়ন জ্বলে ভাসি
সোনার বাংলা আমি তোমায় ভালবাসি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন