শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

আজ যে শিশু

Band: Renaissance
Album: Tritio Bissho


আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে
আমরা তার তরে একটি সাজানো বাগান চাই
আজ যে শিশু মায়ের হাসিতে হেসেছে
আমরা চিরদিন
সেই হাসি দেখতে চাই
আজ যে শিশু
রেল লাইনের পাশে নয়
অন্ধকার সিঁড়িতেও নয়
প্রতিটি শিশু মানুষ হোক
আলোর ঝর্নাধারায়
শিশুর আনন্দ মেলায় স্বর্গ নেমে আসুক
হাসি আর গানে ভরে যাক
সব শিশুর অন্তর
প্রতিটি শিশু ফুলের হোক
সবার ভালোবাসার
শিশুর আনন্দ মেলায় স্বর্গ নেমে আসুক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন