Lyricist: Rajib Ahmed
Composer: Sawkat
পাগলা হাওয়ার তরে মাটির প্রিদিম নিভু নিভু করে
ওরে ওরে হাওয়া থামনারে বন্ধু আসছে বহুদিন পরে।।
পাগলা হাওয়ার তরে মাটির প্রিদিম নিভু নিভু করে
ওরে ওরে হাওয়া থামনারে বন্ধু আসছে বহুদিন পরে।।
চন্দ্র গেছে দূর পরবাসে, তারা জ্বলেনি ওই আকাশে
প্রিদিম রে তুই নিভে গেলে বন্ধুরে দেখবো কি করে
চন্দ্র গেছে দূর পরবাসে, তারা জ্বলেনি ওই আকাশে
প্রিদিম রে তুই নিভে গেলে বন্ধুরে দেখবো কি করে
ওরে ওরে হাওয়া থামনারে, বন্ধু আসছে বহুদিন পরে।
বিজলী চমকালো না এসে, জোনাকগুলো নেইকো পাশে
বিজলী রে তুই নিভে গেলে বন্ধুরে চিনবো কি করে।
বিজলী চমকালো না এসে, জোনাকগুলো নেইকো পাশে
বিজলী রে তুই নিভে গেলে বন্ধুরে চিনবো কি করে।
ওরে ওরে হাওয়া থামনারে, বন্ধু আসছে বহুদিন পরে।।
ওরে ওরে হাওয়া থামনারে বন্ধু আসছে বহুদিন পরে।।
পাগলা হাওয়ার তরে মাটির প্রিদিম নিভু নিভু করে
ওরে ওরে হাওয়া থামনারে বন্ধু আসছে বহুদিন পরে।।
পাগলা হাওয়ার তরে মাটির প্রিদিম নিভু নিভু করে
ওরে ওরে হাওয়া থামনারে বন্ধু আসছে বহুদিন পরে।।
pagla hawa
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন