শিল্পীঃ প্রবাল চৌধুরী ও উমা ইসলাম
অ্যালবামঃ বাদশাহ
সুরকারঃ আলী হোসেন
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
আরে ও প্রানের রাজা
তুমি যে আমার
পাশে পাশে থেকো মোর
চাই না কিছু আর।।
আরে ও আমার রানী
আমি যে তোমার
তুমি ছাড়া জীবনে
নেই তো কিছু আর
(এই বলতো )
কেন আকাশ এত নীল
তোর নীল শাড়ী সে পড়েছে
আঁচল ঢেকে পড়েছে
(আচ্ছা)
কেন ফুলে এত রূপ
তোর রূপ চুরি সে করেছে
লাজে ঢোলে পড়েছে
(হায় হায়)
তোর কথার যাদুতে
আমি মেনেছি রে হার।।
(এই বলতো)
তোর চোখে আছে কী
তোর স্বপ্ন কাজল মেখেছি
ছবি এঁকে রেখেছি
(আচ্ছা)
কোথা পেলি এত প্রেম
তোর মনের ছোয়া পেয়েছি
তাই তো ভালবেসেছি
(হই হই)
মোরা হেসে খেলে পথ
দুজনে হবো পার।।
are o praner raja
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন