Singer: Arijit Singh & June Banerjee
Music: Savvy
Lyrics: Prasen
Music: Savvy
Lyrics: Prasen
কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে
রেখে দে নয়তো দে উড়িয়ে
কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে
রেখে দে নয়তো দে উড়িয়ে
ও... আমাদের প্রেমের পরোয়ানা জারি
হয়ে গেছে অনেক আগে
ও পিয়া রে পিয়া আয় না একটু কাছে
ও পিয়া রে পিয়া একটা গল্প বলার আছে
ও পিয়া রে পিয়া আয় না একটু কাছে
ও পিয়া রে পিয়া চএকটা গল্প বলার আছে
এলো আলাপ এর দিন
কানো আজ থাকিস দুরে
এলো
হাওয়া কি রোগিন
বেঁচে ও তো থাকছে মরে
হো আমাদের মনের
দেওয়া নেওয়া কবে
হয়ে গাছে আনেক আগে
ও পিয়া রে পিয়া আয় না একটু কাছে
ও পিয়া রে পিয়া একটা গল্প বলার আছে
ও পিয়া রে পিয়া আয় না একটু কাছে
ও পিয়া রে পিয়া একটা গল্প বলার আছে
Hey. I can't live without you
And this is so much true
Can't live without you...
Hey. I can't live without you
And this is so much true
Can't live without you...
আসে...
উদাস এ সময়...
তোকে মনে পড়ে রোজ
ভাসে...
না পাওয়ার ভয়...
মনের অবস্থাটা বোঝ
ও...
হে আমাদের প্রেমের
পরোয়ানা জারি
হয়ে গেছে অনেক আগে...
ও পিয়া রে পিয়া আয় না একটু কাছে
ও পিয়া রে পিয়া একটা গল্প বলার আছে
ও পিয়া রে পিয়া আয় না একটু কাছে
ও পিয়া রে পিয়া একটা গল্প বলার আছে
Hey. I can't live without you
And this is so much true
Can't live without you...
Hey. I can't live without you
And this is so much true
Can't live without you...
o priya re ayna ektu kache
o priya re ayna ektu kache
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন