তপন চৌধুরী
আলো ভেবে যারে আমি জীবনে জড়াতে চাই
সে তো আলো নয় যেন আলেয়া।।
নিরজনে আমি শুধু আধারে হারিয়ে যাই
সে তো আলো নয় যেন আলেয়া।।
শপথের মালা সে তো খুলে ফেলেছে
ভালবাসা স্মৃতিটুকু মুছে ফেলেছে।।
সুখের বাগানে সেতো আগুন জ্বেলেছে
না ফোঁটা গোলাপ কলি ঝরে পড়েছে।
আলো ভেবে যারে আমি জীবনে জড়াতে চাই
সে তো আলো নয় যেন আলেয়া।।
নিরজনে আমি শুধু আধারে হারিয়ে যাই
সে তো আলো নয় যেন আলেয়া।।
শপথের মালা সে তো খুলে ফেলেছে
ভালবাসা স্মৃতিটুকু মুছে ফেলেছে।।
সুখের বাগানে সেতো আগুন জ্বেলেছে
না ফোঁটা গোলাপ কলি ঝরে পড়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন