শোন বন্ধু শোন
প্রাণহীন এই শহরের ইতিকথা
ইটের পাঁজরে, লোহার খাঁচায়
দারুণ মর্মব্যথা।।
এখানে আকাশ নেই
এখানে বাতাস নেই।
এখানে অন্ধ গলির নরকে
মুক্তির আকুলতা।।
জীবনের ফুল মুকুলেই ঝরে
সুকঠিন ফুটপাতে
অতি সঞ্চয়ী ক্রুর দানবের
উদ্ধত পদাঘাতে
এখানে শান্তি নেই
এখানে সত্যি নেই।
প্রাসাদ-নগরী যেন বিলাসের
নিদারুণ রসিকতা।।
· শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়
· অ্যালবামঃ শাপ মোচন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন