মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা

তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা
কে বলে আজ তুমি নাই
তুমি আছ মন বলে তাই।
তোমারই অমন নাম জয় গৌরবে,
স্মরণে যে চিরদিন জানি লেখা রবে,
মরণে হারাতে তোমারে যেন পাই।।
তোমার জীবন যেন কাহিনীর মত,
হে বিজয়ী বীর ছিল জয় তব ব্রত।
ধূপেরই মত যেন মরণে সুখে,
মার জীবন তুমি দিলে হাসি মুখে
এ কথা কখনো যেন না ভুলে যাই ।।


শিল্পীঃ শ্যামল মিত্র
অ্যালবামঃ অন্তরাল
গীতিকারঃ গৌরী প্রসন্ন মজুমদার
বছরঃ ১৯৬৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন