- জহির আহমেদ
তোমাকে হারাতে যদি হয়
লাগে মনে এই ভয় ।
তোমাকে হারাতে যদি হয়
লাগে মনে এই ভয় ।
ভাবি আজ দুজনার কেনো হলো পরিচয় ।
কেনই বা হৃদয়ে জাগে সংশয়,
তোমাকে হারাতে যদি হয়
লাগে মনে এই ভয়
তোমাকে হারাতে যদি হয়
লাগে মনে এই ভয়
সে পাওয়ার নেই কোনো দাম,
আঁখি জলে হয় যার পরিনাম ।
সে পাওয়ার নেই কোনো দাম,
আঁখি জলে হয় যার পরিনাম ।
ভালোবেসে শেষে যদি হয় পরাজয় ।
তোমাকে হারাতে যদি হয়
লাগে মনে এই ভয়
তোমাকে হারাতে যদি হয়
লাগে মনে এই ভয়
এ জীবনে পেয়েছি তোমায়,
ভুলিবেনা কখনো কভু আমায় ।
এ জীবনে পেয়েছি তোমায়,
ভুলিবেনা কখনো কভু আমায় ।
কথা দাও হয় যেনো শুভ পরিনয়
তোমাকে হারাতে যদি হয়
লাগে মনে এই ভয়
তোমাকে হারাতে যদি হয়
লাগে মনে এই ভয়
ভাবি আজ দুজনার কেনো হলো পরিচয়
কেনই বা হৃদয়ে জাগে সংশয়,
তোমাকে হারাতে যদি হয়
লাগে মনে এই ভয়
তোমাকে হারাতে যদি হয়
লাগে মনে এই ভয়
❤️❤️❤️❤️❤️❤️❤️
উত্তরমুছুনGood job
উত্তরমুছুন