বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬

যাবি যদি উড়ে দুরে

পারভেজ

যাবি যদি উড়ে দুরে নীল অজানাতে
মনে করে আমায় মনে রেখে
কখনো ফুরাবে না সে গতিহীন পথে
একটু কেঁদে শুধু পিছু ফিরে
হায় ভালোবেসে রেখে যা
এই মনের গহীন বাসনা
যা আছে তোর দেয়া
জোনাকির প্রদ্বীপ থাকবে না
সেখানে তোর মন বসবে না
ও হায়রে শেষে হায় সব কিছু
ফিরাবার আর কিছু থাকবে না
হায় ভালোবেসে রেখে যা
এই মনের গহীন বাসনা
যা আছে তোর দেয়া
বহুদুর হয়েছে যাওয়া
ফিরে আয় বলি এই চাওয়া
ও কিছুক্ষন বসে বলে যা
নিয়ে যা কিছু কল্পনা
হায় ভালোবেসে রেখে যা
এই মনের গহীন বাসনা
যা আছে তোর দেয়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন