মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

বধু কোন আলো

বধু কোন আলো লাগলো চোখে ।।
বুঝি দীপ্তি রূপে ছিলে সুর্যলোকে
ছিল মন তোমারই প্রতীক্ষা করি
যুগে যুগে দিন রাত্রি ধরি
ছিল মর্ম বেদনা ঘন অন্ধকারে
জনম জনম গেল বিরহ শোকে
বধু কোন আলো লাগলো চোখে ।।
অস্ফুট মঞ্জরি কুঞ্জ বনে
সংগীত শুন্য বিষন্ন মনে ।।
সংগী রিক্ত চীর দুঃখ রাতি
পোহাব কি নির্জনে শয়ন পাতে
সুন্দর হে সুন্দর হে
বর মাল্যকখানি তব আন বহে
তুমি আন বহে
অবগুন্ঠনে ছায়া ঘুচায়ে দিয়ে
হের লজ্জিত স্মিত মুখ শুভ আলোকে
বধু কোন আলো লাগলো চোখে ।।

রবীন্দ্র সংগীত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন