চোখের জলে আমি ভেসে চলেছি
পথের দেখা আমি পথে নেমেছি
হায়রে মনের আশা আজো মিটে নি
হায়রে সুখের কলি আজো ফুটে নি।।
আধার হলে আলো জ্বলে
আলো আধার কে দূর বলে
কত মানুষ এই দুনিয়াতে
তবু আমার। নেই কেহ সাথে
হায়রে বিধির কৃপা আজো জোটে নি
হায়রে সুখের কলি আজো ফুটে নি
আকাশ যত দূরে থাকে
তবু মাটি কাছে ডাকে
ভেসে তারা দূর সীমানাতে
পাই নি আমি। খুজি তারে
হায়রে তবু আমি আশা ছাড়ি নি
হায়রে সুখের কলি আজো ফুটে নি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন