রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

এক গল্প বলি

শিল্পী হাসান

এ্যালবাম স্রোত

এক গল্প বলি
দুটি হৃদয়ের গল্প সে তো রুপকথা নয়
এক দারুন ঝড়ে
নিবিড় বাঁধন হায় অকারণ
কেন ভেঙ্গে যায়
কি করে হাসি রুপান্তরিত 
শুধু কান্নায়
ভুলে গেছি সব
তবুও বিশাদ কিছু থেকে যায়
কে বলে বর্ষা আসে শুধু শ্রাবণ মাসে
আমার দু’চোখে বসবাস যে তার বারোটি মাসে
কে বলে বর্ষা আসে শুধু শ্রাবণ মাসে
আমার দু’চোখে বসবাস যে তার বারোটি মাসে
সাধারণ জীবনে ছিল
স্বপ্ন অপার
সে সপ্ন বৃষ্টি হল
দু চোখে আমার
যে মানুষ ভালবেসেছে
শুধু সে জানে
ও না পাওয়ার যন্ত্রণাই
ঝড় বয়ে আনে
কি করে হাসি রুপান্তরিত
শুধু কান্নায়
ভুলে গেছি সব
তবুও বিশাদ কিছু থেকে যায়
কে বলে বর্ষা আসে শুধু শ্রাবণ মাসে
আমার দু’চোখে বসবাস যে তার বারোটি মাসে
কে বলে বর্ষা আসে শুধু শ্রাবণ মাসে
আমার দু’চোখে বসবাস যে তার বারোটি মাসে
এক গল্প বলি
দুটি হৃদয়ের গল্প সে তো রুপকথা নয়
এক দারুন ঝড়ে
নিবিড় বাঁধন হায় অকারণ
কেন ভেঙ্গে যায়
কি করে হাসি রুপান্তরিত 
শুধু কান্নায়
ভুলে গেছি সব
তবুও বিশাদ কিছু থেকে যায়
কে বলে বর্ষা আসে শুধু শ্রাবণ মাসে
আমার দু’চোখে বসবাস যে তার বারোটি মাসে
কে বলে বর্ষা আসে শুধু শ্রাবণ মাসে
আমার দু’চোখে বসবাস যে তার বারোটি মাসে

ek golpo boli


1 টি মন্তব্য:

  1. Do you realize there is a 12 word phrase you can say to your crush... that will induce intense feelings of love and impulsive attraction to you buried inside his chest?

    That's because deep inside these 12 words is a "secret signal" that triggers a man's impulse to love, treasure and guard you with all his heart...

    ====> 12 Words That Fuel A Man's Desire Response

    This impulse is so hardwired into a man's brain that it will drive him to work better than before to take care of you.

    Matter-of-fact, triggering this dominant impulse is so important to having the best possible relationship with your man that as soon as you send your man a "Secret Signal"...

    ...You'll instantly find him open his heart and soul to you in a way he haven't expressed before and he'll recognize you as the only woman in the galaxy who has ever truly interested him.

    উত্তরমুছুন