সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

দুরে কোথাও আছি

তৌসিফ

দুরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছুঁতে চায় মনের দুয়ার, দুচোখ নির্বাক আসনা ছুটে
তুমি এলে রংধনু রং ঢেলে দেয়, তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরায়
এ মনের অহলাগ আসনা ছুটে ...


অনুরাগে ঝরে চাদ-ও আজ , এ লগনেও এলেনা
অনুভব নিশ্চুপ আজ, কথা যে বলেনা
ভালো যদি বাসো তুমি আমাকে
ছুটে চলে আসনা


দুরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছুঁতে চায় মনের দুয়ার, দুচোখ নির্বাক আসনা ছুটে

নীল আচল, নির্মল হাওয়া , এ লগনেও এলেনা
অচেতন থাকে মন, নিস্প্রান যত ভাবনা
দুরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছুঁতে চায় মনের দুয়ার, দুচোখ নির্বাক আসনা ছুটে
তুমি এলে রংধনু রং ঢেলে দেয়, তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরায়
এ মনের অহলাগ আসনা ছুটে ...

dure kothao asi boshe by Tousif

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন