মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

একটু খানি



আবুল হোসেন মিয়া

একটু খানি স্নেহের কথা একটু ভালবাসা,
গড়তে পরে এ দুনিয়ায় শান্তি সুখের বাসা।
একটু খানি অনাদর আর একটু অবহেলা,
গুছিয়ে দিতে পারে মোদের সকল লীলা খেলা।
একটু খানি ভুলের তরে অনেক বিপদ ঘটে,
ভুল করেছেন যারা সবাই ভুক্তভোগী বটে।
একটু খানি বিষের ছোঁয়া মরণ ডেকে আনে,
এই দুনিয়ার ভুক্তভোগী সকল মানুষ জানে।
একটু খানি ছোট্ট শিশুর একটু মুখের হাসি,
মায়ের প্রানে সবার কানে বাজায় সুখের বাঁশি।

৯টি মন্তব্য:

  1. এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।

    উত্তরমুছুন
  2. শিক্ষনীয় একটি কবিতা। আমাদের সময় পাঠ্য ছিল।এমন কবিতা পাঠ্যবইয়ে থাকা উচিত।

    উত্তরমুছুন
  3. এ ধরনের কবিতা পাঠ‍্য বই হতে তিরোহিত হলো কিভাবে....???

    উত্তরমুছুন
  4. নামহীন৫:৩৪ AM

    ধন্যবাদ

    উত্তরমুছুন
  5. নামহীন৫:১৩ PM

    কত সুন্দর কবিতা আজ আমাদের মাঝে বিলীন

    উত্তরমুছুন
  6. নামহীন১১:৪০ AM

    অসম্ভব অর্থবহ কবিতা আজ কিছু মানুষের কারনে বিলুপ্ত।

    উত্তরমুছুন
  7. নামহীন৯:১৪ PM

    অনেক দিন পর এই কবিতা টা পেলাম

    উত্তরমুছুন
  8. নামহীন৭:৫৯ PM

    কবিতার প্রতিটি বাক্য এক একটি মহা মূল্যবান উপদেশ। একটু ভুলেই হতে পারে মহা বিপদ। সো সচেতন থাকাই শ্রেয়তর।

    উত্তরমুছুন
  9. নামহীন৩:২৩ PM

    বলুনতো কোন প্রাণির ঘী সহ্য হয়না?

    উত্তরমুছুন