রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬

অনন্ত অসীম (এটি সূরা ফাতিহা এর বঙ্গানুবাদ)


অনুবাদঃ গোলাম মোস্তফা

অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী।
অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী।
যত গুণগান হে চির মহান, তোমারি অন্তর্যামী।
অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী।

দ্যুলোক-ভূলোক সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া
তোমারই সকাশে যাচি হে শকতি তোমারই করুণাকামী।

অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী।
যত গুণগান হে চির মহান, তোমারি অন্তর্যামী।
অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী।

সরল সঠিক পূণ্য পন্থা মোদের দাও গো বলি,
চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি।

অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী।
যত গুণগান হে চির মহান, তোমারি অন্তর্যামী।
অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী।

যে-পথে তোমার চির-অভিশাপ
যে-পথে ভ্রান্তি, চির-পরিতাপ
হে মহাচালক,মোদের কখনও
করো না সে পথগামী।

অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী।
অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী।
যত গুণগান হে চির মহান, তোমারি অন্তর্যামী।
অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী।

৪টি মন্তব্য: