খুঁজে বেড়াও যারে তারে পাবে না রে
সে স্বপ্নটা ঝরে যাবে
সে স্বপ্নটা ঝরে যাবে
বাসাটা ভেঙে যাবে
এ খেলা খেলোনা না না
এ খেলা খেলোনা
ভালোবাসো যারে
তারে পাবে না রে
ঘুমে দু’চোখ ছুঁয়ে
যে যাবার চলে যাবে
মিছে মিছে ভালোবেসোনা
চলে গেলে তুমি বলে যেও না
ঠিকানাও লিখে রেখোনা
ঐ ভালোবাসার দেশে
কেউ ফেরেনা হেসে হেসে
কথাগুলো শুধু কথা হয়
শুধুই যে কথা
ভালোবাসো যারে
তারে পাবে না রে
ঘুমে দু’চোখ ছুঁয়ে
যে যাবার চলে যাবে
মিছে মিছে ভালোবেসোনা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন