সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

তো্মারে দেখিল

হাবিব ও ন্যানসি --


তো্মারে দেখিল পরানো ভরিয়া
আসমান জমিন দরিয়া

তো্মারে দেখিল পরানো
ভরিয়া
আসমান জমিন দরিয়া
চলিতে চলিতে থামিয়া
দেখিব তো্মারে আমিও

ও রুপে দিলা তুমি
পাগল করিয়া
ও কাজল টানা আখিতে
ডাগর আখিতে
নজর-ও পড়িলে কি
হবে ?

ও প্রেমেতে পড়িলে
মরনে মরিবে
দেখিও তুমি তবু নিরবে

চোখের পলকে - পলকে
রুপের ঝলকে- ঝলকে

আমি যে ডুবে রই
সেই প্রেমে পড়িয়া
ও রুপে দিলা তুমি পাগল
করিয়া

ও মায়া হাসিরে , কি
ভালবাসিরে
এমনো করিয়া হাসিও

ও নিকটে থাকিও
দেখিয়া রাখিও
এভাবে তুমি ভালবাসিও

যাবেরে যে পথে
যাবেরে
পাবেরে দেখিতে পাবেরে
তো্মারে দেখে সব
ফুল গেছে ঝরিয়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন