রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬

এ মন কেন মানেনা



এ মন কেন
মানেনা মানেনা মানেনা
নিঝুম আঁধার
কাটেনা কাটেনা কাটেনা
প্রতীক্ষায় জীবন আমার
কেঁদে কেঁদে ক্ষয়ে ক্ষয়ে যায়
হায় জ্বালা জ্বালা জ্বালা
এ মন জুড়ে
হায় জ্বালা জ্বালা জ্বালা
এ অন্তরে
এতো নিষ্ঠুর কেন হলে

শূন্য বুকে এই মনে
ফিরে আসলো আবার
সোনালী স্বপ্নগুলো
কেন কাছে এসে আবার
হারিয়ে যায়
হায় জ্বালা জ্বালা জ্বালা
এ মন জুড়ে
হায় জ্বালা জ্বালা জ্বালা
এ অন্তরে
এতো নিষ্ঠুর কেন হলে

সারাক্ষণ ভাবি তোমাকে
কত যে আশায়
রূপালী কোনো মাঝরাতে
প্রেমেরই কবিতা কোথায়
হারিয়ে যায়
হায় জ্বালা জ্বালা জ্বালা
এ মন জুড়ে
হায় জ্বালা জ্বালা জ্বালা
এ অন্তরে
এতো নিষ্ঠুর কেন হলে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন