- জহির আহমেদ
যদি সব সাগরের জল কালি হতযদি পৃথিবীর সব গাছ লিখনী হত
আর সারাটি জীবন যদি লিখে যেতাম
তবু তোমার আমার প্রেমের কথা
লেখা শেষ হতোনা।
যদি আকাশের চাঁদ হাতে তুলে দিতাম
যদি তাঁরায় সাজানো মালা গলায় দিতাম
আর পৃথিবীর ফুল তব পথে ছড়াতাম
তবু তোমার আমার প্রেমের কাছে
কিছু দেয়া হতোনা।
যদি শাহজাহান হয়ে তাজমহল দিতাম
যদি স্বর্ণ পাহাড় এনে তোমায় দিতাম
আর সূর্য্যমুখীর মত চেয়ে দেখতাম
তবু আমার এই চোখ ক্লান্ত হত
দেখা শেষ হতোনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন