রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

ভেঙ্গেছে পিঞ্জর মেলেছে ডানা




ভেঙ্গেছে পিঞ্জর মেলেছে ডানা
উড়েছে পাখি পথ অচেনা
নিড়েরই ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানে না

হঠাৎ এসে যদি বৈশাখি ঝড়
ভেঙে দেয় গানের আসর
তবু যদি পাখির গান থেমে যায়
আকাশ কি দেবে বিদায়
তবে কি হৃদয়ের লেনাদেনা
কেউ তা মনে রাখে না

তবু আশায় পাখি বাঁধে যে মন
আলোতে রাঙায় জীবন
নতুন কথায় আজ প্রাণেরই সুর
হয়েছে কানের নুপূর
যেটুকু হয়েছে জানাশোনা
হারিয়ে যেতে দেব না 


 Click To Hear

vengeche pinjor 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন